WELCOME TO দেশী চুইঘর
Your Local Nursery
দেশী চুইঘর এ আপনাকে স্বাগতম। আমাদের কাছে পাবেন খুলনার সেই বিখ্যাত অরজিনাল দেশী চুইঝাল।এছাড়া আরও পাবেন গেছো চুইঝাল ও ঝাড় চুইঝাল এর চারা।

চুইঝাল
দেশী চুইঝাল এর বিশ্বস্ত প্রতিষ্ঠান
চুইঝাল কেন খাবেন??
👉চুইঝাল এক ধরনের ঝাল মসলা। মরিচের ঝালের মতো এর ঝাল টা অনেক সময় মুখে লেগে থাকে না।👉 মাংসের অন্য মসলা যেমন এলচ,দারচিনি, তেজপাতা ইত্যাদি মসলা রান্নার পরে ফেলে দিতে হয়, কিন্তু চুইঝালের টুকরো রান্নার শেষে চিবিয়ে খেতেই বেশি মজার 😋👉 চুইঝাল টুকরো চিবিয়ে খেলে এর আশঁ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। 👉 চুইঝালে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের রক্ত বৃদ্ধিতে সহায়তা করে।
খুলনার অরিজিনাল লোকাল জাতের টাটকা চুইঝাল নিয়ে কাজ করছি আমরা ☺️☺️


চুইঝাল কি
চুইঝাল চুইঝাল হচ্ছে পিপারাসি পরিবারের সপুষ্পক লতা। পান ও চুই ঝাল একই পরিবারের। চুই ঝাল গাছ দেখতে পানের লতার মতো। পাতা কিছুটা লম্বা ও পুরু। পাতায় ঝাল নেই। এর কআন্ড মসলা হিসেবে ব্যবহৃত হয়। চুই সাধারণত দুই প্রকার : ১. গেছো চুই ২. ঝাড় চুইরাসায়নিক উপাদান
চুইঝালে দশমিক ৭ শতাংশ সুগন্ধি তেল রয়েছে। অ্যালকালয়েড ও পিপালারটিন আছে ৫ শতাংশ। তাছাড়া ৪ থেকে ৫ শতাংশ পোপিরন থাকে। এছাড়া পোলার্টিন, গ্লাইকোসাইডস, মিউসিলেজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সিজামিন, পিপলাসটেরল এসব থাকে পরিমাণ মতো। এর কাণ্ড, শিকড়, পাতা, ফুল, ফল, সব ভেষজগুণ সম্পন্ন। শিকড়ে থাকে দশমিক ১৩ থেকে দশমিক ১৫ শতাংশ পিপারিন। এসব উপাদান মানব দেহের জন্য খুব উপকারী।
ঔষধি গুণ
চুইঝালে আছে অসাধারণ ঔষধিগুণ। চুইঝাল-
১. গ্যাস্ট্রিক সমস্যার সমাধান করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে;
২. খাবারের রুচি বাড়াতে এবং ক্ষুধামন্দা দূর করতে কার্যকর ভূমিকা রাখে;
৩. পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ সারাতে চুইঝাল অনেক উপকারী;
৪. স্নায়ুবিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমন করে;
৫. ঘুমের ওষুধ হিসেবে কাজ করে এবং শারীরিক দুর্বলতা কাটাতে এবং শরীরের ব্যথা সারায়;
৬. সদ্য প্রসূতি মায়েদের শরীরের ব্যথা দ্রুত কমাতে ম্যাজিকের মতো সাহায্য করে;
৭. কাশি, কফ, হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও রক্তস্বল্পতা দূর করে;
৮. মাত্র এক ইঞ্চি পরিমাণ চুই লতার সাথে আদা পিষে খেলে সর্দি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়;
৯. এতে প্রচুর পরিমাণে আইসোফ্লাভোন ও আলক্যালয়েড নামক ফাইটোকেমিক্যার রয়েছে যা অ্যান্টিঅস্ক্যিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্যানসার প্রতিরোধে অগ্রনীভূমিকা পালন করে।
১০. দেহে ক্লোস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে।
AVAILABLE SERVICES
Packages & Specialities

DELIVERY

হোম ডেলিভারি

OPENING HOURS
24/7